তোমার সঙ্গে আর একবার হেঁটে যাবো কিছুটা পথ
তুমি না বলোনা। বদলে হাত দুটো শক্ত করে ধরে
হেঁটে চলো, গন্তব্যহীন পথের শেষ সীমানায়। যেখানে শপথ–
আগুনের আঁচে ঝলসে যাবার আগে আদরে মরে।


তোমার সঙ্গে আর একবার হেঁটে যাবো কিছুটা ঝিল
তুমি না বলোনা। বদলে নিজেদের দূরত্বের দূরত্ব রেখে
হেঁটে চলো গন্তব্যহীন পথের শেষ সীমানায়। যেখানে নীল–
মেঘেদের চাপানো দলিল সরিয়ে, ভালোবাসারা কবিতা লেখে।


তোমার সঙ্গে আর একবার– হেঁটে যাবো কিছুটা জীবন
দোহাই না বলোনা। বদলে কেটে নিতে চাইলে নিও মাথা,
শুধু হেঁটে চলো গন্তব্যহীন পথের শেষ সীমানায়। এ মন–
তাতেও রাজি, ভালোবাসার বদলে রোজ পেলেও ব্যথা।