পরোও টুপি। পরাও ও টুপি। মানুষ তুমি হে গরল মাখা।
তোমার দুয়ারে ভাতের স্বপ্ন, সেসব আসলে সব খামখা।
কোন পোষাকি খুললে, তুমি কোন পোষাকি পরবে ফের
সে সব কথা আমার জানা। বোঝাতে হলে– 'অন্যদের'।
নাটক, ওসব বুঝতে পারি। বুঝতেও পারি দৈত্য কারা,
বেকার সকল ভয় দেখাচ্ছো। মানুষ ভালো– নও তোমরা।
মিথ্যে সকল প্রতিশ্রুতি। এ সব যে– আর ভাল্লাগে না।
আসবো না তাই সন্ধ্যে ডাকের। যে সব আমার মুখ চেনা।
যারাই ভাঙে, তারাই গড়ে,  'একই যে চেনা এক সরকার',
বুকের ভেতর বিষও ঢালে, তাই বেকার খোঁজা সুখ চেম্বার!