ঘনালে আঁধার মনে, আমি আরও আঁধার করে ফেলি বুকে।
সারা ঘরময় ধোঁয়া করে ফেলি– পোড়া সিগারেট নিয়ে মুখে।
পুড়ে যেতে যেতে ভালো লাগে আমার দেখতে নিজের শেষটা।
এইটুকু দোষ। বলেছো, বদলাতে হবে! আমি কি করিনি চেষ্টা?


ফেনা তোলা সার কেবল। বলি, ঘষে-মেজে দোষ যায় না!
দিব্যি বেচে যাই তাই জীবন। ধারে চলা আমার পোষায় না!
ছেড়ে যেতে গিয়ে দেখেছি– ঘুরে ফিরে তোমাতেই ফের ঘুষি।  
অপরাধী বলছো, বলো! আমি তাতে অখুশি হবো না। হবো খুশি।