আবার যদি
ওই দিন ফিরে আসে,
ধরাতলে ফের
আঁধারে-আলোরা হাসে,
তবে কি তুমি-
আবারও করবে ‘কিন্তু’?


তবে জানবে-,
ছোট্ট একটি বিন্দু
হবে সেইদিন-,
বিশালাকারের সিন্ধু ।
বিলিয়ে যাবে
তখন সকল আশা,
তোমার, আমার
সবারই-  ভালোবাসা ।


উঠবে তখন
সিন্ধুতে নয়, তবে-
হাজার ঢেউ
বুকের মাঝেই রবে ।
তখন সকল
হিংসারা কিলবিল
হতেই হতে-
সেজে নেবে মেহফিল ।


তাই তো বলি-,
আলোর মাঝেই আসো,
জীবনটাকে
তোমরাই ভালোবাসো ।
আনো গো সেই-,
হৃদয় রাঙানো রোশন,
আনো গো সেই-,
ছিলো না যে দিন কষন ।


হিংসাটাকে
ছুঁড়ে ফেল তাই দূরে-,
সবার হৃদে
তোমরাই থাকো জুড়ে ।
যেমন করে-
থাকতো আগের মানব,
যেমন- তখন
থাকতো না কোনো দানব ।


মিথ্যে কিছু-
বলছি নাকো আমি,
করছি নাকো
কোনোই ফাদলামি ।
আমার আশা-
না হয় যেন ক্ষীণ,
‘একদিন যেন-
ফিরে আসে সেইদিন’ ।


হয়তো সেদিন-
আসলো সু-দিন ফিরে,
ভালোবাসায়
থাকবে তখন ঘিরে- !
তেমন আশা
রাখছি সবার কাছে ।
তখন, কিন্তু-,
'কিন্তু' নয় আর পাছে ।