উত্তরে সোজা গিয়ে পশ্চিমে বেঁকে,
তারপর সোজা গিয়ে আছে বামদিকে।
এই দিকে ওই যে বাঁশ বন পরে-
বাবা আছে মা আছে দাদা আছে ঘরে।
খড় দিয়ে ছাওয়া ঘর, মাটি দিয়ে ঘেরা
আমাদের ঘর তবু সব থেকে সেরা।
ওই খানে বাঁশ বনে- পাখিদের বাসা,
বিকেলেতে- কত পাখি করে যাওয়া আসা।
গোশালা-তে আছে গরু,পাশে আছে গোলা
আমাদের ধান সব ওতে আছে তোলা।
প্রদীপের আলো জ্বলে রাত্তির হলে
ওই আলো দেখে সব পিঁপড়েরা চলে।
বাগানের মালী আছে আমাদের ঘরে
তুমি এলে শত ফুল দেবে উপহারে।
ঘরটির চারিদিকে সবুজের সারি
আম জাম কাঁঠালি পাশে আছে তারি।
পায়ে হেঁটে যেতে হয় 'আমাদের বাড়ি'
যেতে যদি চাও তবে লাগবে না গাড়ি।



***সবাই এসো কিন্তু আমাদের বাড়ি ।