যে ফুল ফুটেছিল আজ সকালে, সে কাল ঝরবে জানি,
ঝরাও নিয়ম-, ফোটাও নিয়ম, এ চির সত্য মানি- ।
কিন্তু অনেক গাছেই আমি দেখি,
ফোটার আগে ঝরার সুডৌল মেকি;
তবে সে গাছ-, কেমন করে বলো, জানাবে বর্ষ বাণী?
আমাদের কোনো নয়া নেই তাই, কেবল, গ্লানি, গ্লানি।।