আকাশ, বাতাস, চন্দ্র, তারা, গগনে ওঠা মেঘ
হিন্দু, জৈন, শিখ, পারসিক কিংবা হোক শেখ।
গড, আল্লাহ, সব ভগবান, কিংবা তারও বড়
ধুলোবালি, কীটকীটাণু, সামান্যতম খড়ও
মনে রাখুক। ছোটো বড়ো সব ফুলদের দল।
বৈশাখী ঝড়, প্রজাপতি, সাত সমুদ্র জল।
লুকিয়ে যেথা প্রাণের স্পন্দন আলাদা কোনো বিশ্ব।
কিংবা গুণী, মুচি, মেথর, কৃষক, গুরু-শিষ্য–
মনে রাখুক, কোণায় কোণায় ছড়িয়ে থাকা প্রাণী।
মনে রাখুক, মুর্খ অতি। মনে রাখুক জ্ঞানী।
আসছে যারা আগামীতে, আগামও হোক নত
মনে রাখুক আমার আমি, তোমার আমি যত।


গাছগাছালি, পাখপাখালি, পাহাড়, ঝর্ণা, হ্রদ
সব্বাই, তারা আগলে রাখুক– 'আমার রবীন্দ্রনাথ'।