আমার পড়া ও লেখা হয় না রে আর-, উঠেছে সবই লাটে,
আমার সারাবেলা কাটে- তোমার গানে, তোমার কবিতা পাঠে।
         শুধু- শুনি আর শুনি; আমি, দিনে ও রাতে-
         বেশ- ছন্দে হারাই, পাই- সুখ পাই তাতে,
হায়-, কি বা জানি কি এ- মনটা কেন-! রাঙানো মাটিতে হাঁটে ।
আমার, পড়া ও লেখা হয় না রে আর-, উঠেছে সবই লাটে।।


আমার, লাগে না তো মন কোনো কিছু কাজে-, ‘সঞ্চয়িতা’ ছাড়া,
আমার, গুনগুন ধুন- তোমারই তো ধুনে, জাগায় যে গোটা- পাড়া।


            বলি- নেশা আছে তাতে, বলি, বেশ গেছি ঢলে-,
            আজ কাব্যে নিজেকে রাখি-, রাখি-, নানান ছলে,
আমি-, ফেলটাকে তবে করে নি না ভবে- আপন, বেঞ্চি কাঠে-,
আমার পড়া ও লেখা হয় না রে আর-,  সবই উঠেছে লাটে।।