মা, এমন খাবার মানুষ কি আর খায় !
আর নুন খেয়ে কি- পেট ভরানো যায় ?
মা, ভাবছো কি আর খাবো যে আমি এখন ,
নুনটা দিলে-, ভাতটা দেবে কখন ?
ওই আগের হপ্তা-, ওই যে সেরেক চাল
জানতে চাই মা ফুরিয়েছে কি কাল ?
ফুরিয়ে যদি গেছে মা’গো তবে-
মা, বাবা আবার আনবে বলো কবে ?
মা-, বাবা কোথায় গেল ?
আজ আবার সন্ধ্যে হয়ে এল- ।
ঢুকবে জানি- ‘কেন্দু গাছের বুলি’
দোহাই মা’গো- জ্বালিয়ে নাও না চুলি ।
পারছি না মা সকালের নোনা জলে-,
যাকে তুমি- চালালে সুধা বলে ।
অবুঝ বলে হয়ত এমন করো,
দূরে যাও মা-, একটু খানি সরো !
আসুক বাবা শাসিয়ে দেবো আমি-,
জানতে চাইবো-, ‘আমি কি নই দামি’ ?