তোমাকে ঘিরে প্রতিটি পল নানান অনুষ্ঠান
আলো নেই, অন্ধকার, যেথা বুকের ওপরে।
বুকের ওপর, রেখেও পাথরসম অভিমান  
তোমাকে ভোলা গেলো না আলোকবর্ষ ধরে...


যেটুকু ব্যস্ত থাকি, ভাবি তুমিহীন হবে বুকে,
ভাবি পাওয়া না পাওয়ার মাঝে পড়বে ছেদ,
জানিনা তুমি আবার আমার মাঝে কোন অসুখে
সেলাই খোলো, সেলাই করো, সেজে মহা বেদ।


আমার ভেতরে একটা নদী আছে, যার নাম ইচ্ছেমতী,
চক্রবর্তী তোমার মতো; সেও আজকাল প্রিয় অতি।