শরীরের উপকূল জুড়ে ঝড় আর ঝড়,
নিয়ে আসে বৃষ্টি প্রবল। ডোবাতে শহর।
সেই যে কবেই উঠিয়েছো বুকেতে সুনামি,
থামানোরও চেষ্টা হাজার। তবু থামোনি।
দিন দিন রূপ নিয়েছ দূরন্ত মৌসুমির...
তথাপি, মনের ভেতর– তুমি এবং তুমি।


অবশেষে, তাই আমি এটাই জানলেম
বিরহের মাঝে লুকিয়ে থাকে– অনন্ত প্রেম।