যেভাবে নদী, যেভাবে সাগর, যেভাবে মহাসাগর,
দিন দিন যেভাবে– তৃষ্ণা মিটাচ্ছে পৃথিবীর কাছে,
যেভাবে গাছ, যেভাবে বন, যেভাবে আমাজন
দিন দিন যেভাবে– বাঁচার বাতাস দিচ্ছে পৃথিবীর কাছে,
যেভাবে সূর্য, যেভাবে তারা, যেভাবে চাঁদ
দিন দিন যেভাবে– পৃথিবীকে আলোকিত করে যাচ্ছে,
সেভাবে 'বাবা', 'অভাবের বাবা', 'স্বভাবের বাবা'
'আঙুল ধরে আজও আমায় হাঁটা শেখাচ্ছে'...।


হয়তো– বাবা, তবুও ছোটো। এখনো সেই–
হাঁটতে গেলে একটা আঙুলে আজও আমার বাবাকেই পাই।