রঙিন ভীষণ। পরে দেখি–
গিরগিটি তার জন্ম অধীন,  
  
যাকে আমার প্রিয়া ভাবি...
সে হয় প্রিয় কয়েকটা দিন।


দিনের পর– দিনকে দিন
খাচ্ছি তাই ধোকার ছোবল,


হায়রে আমার ভালো লাগা
সর্বনাশের ছোঁয়ায় কেবল।


খুঁজতে গিয়ে– হয়রানিতে
কপাল ভিজে ভিজাই গাল।


ইচ্ছে মতো আপন মনের
পাচ্ছি না কেউ সমান্তরাল!


রাজকন্যে চাইছি না তো!
চাইছি না'ও নায়িকা যেমন


সবাই যেমন সহজ খোঁজে
আমিও ভাই খুঁজছি তেমন।


খুঁজতে খুঁজতে ক্লান্ত তবু
তবুও খুঁজি শেষ ঠিকানা,


হাজার ভিড়ের মধ্যিখানে
একটিও নেই নেক সেয়ানা!

লম্বা সে হোক, বেঁটে বা হোক
বুদ্ধি না থাক ভীষণরকম!


ভীড়ের মাঝে খুঁজছি যাকে–
'মানুষ সে হোক অন্যরকম'।