পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে গ্রামকে ছেড়ে আসা
পিঠ ঢাকাতে, পেট ভরাতে ছুটছে কেবল আশা।
সকাল হয়, দিন পেরোয়, সহজ মনে হয়
জটিল কেবল– আপন বিনা চলছে পরিচয় ।


আপন সবাই অনেক দূরে আমার জীবন থেকে
দু বাহু ছেড়ে সহজ জীবন বড্ড গেছে বেঁকে।
মাও আছে, বাবাও আছে, দাদাও আছে ঘরে,
ঘরে কেবল– আমি থাকি না; আমি অনেক দূরে...


দূর পেরিয়ে, বাধা পেরিয়ে– ফিরতে মন চায়,
আপন যেথা থাকে, আমার গাঁয়ের কলিজায়।
অর্থ গুলো, স্বার্থ গুলো, লাগছে অর্থহীন...
আপন ছাড়া জীবন, লাগছে লোহার চেয়েও কঠিন।