জীবাশ্ম প্রায় শরীর জুড়ে, বর্তমানে ও ভবিষ্যতে,
ভুখা পেটে নিয়ম মানা দায়, নিয়ম ভাঙে তাই  অসংযতে।
কর্মহীনের এই দুর্দিনে শরীর হচ্ছে বেশ অভস্ত্য
ভয় করে তাই ভবিষ্যতে সূর্যের হঠাৎ না হয় অস্ত।
ভুলেছে পা হাঁটা, তাই শিরায় শিরায় ধরছে জং,
কর্মহীন,গৃহবন্দী– বাঁচা নয় এ মৃত্যু বরং।


থাকছি যেথা– খালি শোয়া, খানিক খাওয়া, আবার ঘুম,
দুপুর'ও বেলা সবার যেন– শহরতলে রাতের নিঝুম।
গ্রামখানা তবু একটু ঘোরে, শহর ব্যবস্থা জটিল পুরো
নদীর মতো চলা জীবন বাঁকছে, যেন ঘোড়ার খুরও–
হার মেনে যাবে কদিন বাদে, তোলপাড় যেন সকল কলি,
জানালা ধারে দাঁড়িয়ে দেখি– সুখ গুলো যত খামখেয়ালি।


দুঃখ গুলো, বলবো না আর, ওসব থাক আমার প্রিয়,
সবটা সামাল পাওয়ার পর, আর্জি– 'একটু বাঁচতে দিও'।


★★গুজরাট, সুরাট
ভারতবর্ষ★★