নিঃশ্বাসে ওঠে প্রলয়।
দমকা হাওয়ায়– হঠাৎ হঠাৎ  
কাঁপছে বুকের বলয়।
ক্ষতিগ্রস্ত শরীর...
পাল ছিঁড়েছে বুকের ভেতর–
দুলতে থাকা তরীর।
ঢেউয়ের আঘাত গুনি...
আছাড় কেবল সোদর ঘরে,
সাজছে মনের খুনি।
মৃত্যু মুখেতে আমি...
হৃৎস্পন্দনে পাচ্ছি টের,
সন্ধ্যা আসে নামি।
ডুববে নিশ্চিৎ আজই
একলা রেখে মাঝদরিয়ায়–
কোথায় গেলি মাঝি!
ফিরিয়ে নে চল...
ভাল্লাগে না– 'আসমুদ্র'
কেবল অথৈ জল।