কেউ বা বলে বিন্দু রূপের মুক্ত কণা
কেউ বা বলে চাঁদের মতো চুপ জোছনা।
দুর্বা ঘাসের– আগায় জমা শিশির বিন্দু,
কেউ বা বলে সৃষ্টি আগের প্রাচীন সিন্ধু।


থৈথৈ, তার ঢেউ ওঠে আর ঝিকিমিকি,
নামছে তবু ঢালের মাঝে, দেখছি ঠিকই।
মাঝে মধ্যে– ঝমঝমিয়ে বৃষ্টি সাজে,
তবু ও চোখ মত্ত ভীষণ ঝরার কাজে...


পাহাড় থেকে ঝরলে সে জল ঝর্ণা হয়
চোখ থেকে ঝরলে ও জল– সাগর হয়।
সেই জলেতেই চারা ডোবায় এক চাষী,
ভালোবাসার শহরে– সদাই বানভাসি।