এক ফুঁ’য়েতে জ্বালিয়ে দিলে আমায়
আর এক ফুঁ’য়ে- নিভিয়ে গেলে সব,


ধোঁয়ায় যে তাই চোখ যে- জল নামায়
তবু আমি- মরছি না গো রব !


বাঁচার কথায়- মরণ আসে না
মরতে যে তাই পারছি না গো ভাই,


কেউ যদি আমায় ভালোবাসে না
সেই ধোঁয়াতে- ‘আধমরা, নয় ছাই’ ।


তাতে না হয়- অঙ্গার হবো বটে্,
রূপ নিয়ে তবে কি বা করি বলো,


কিন্তু 'রূপে' ভালোবাসা বেশ জোটে,
আমার বেলা- 'কাঁচকলা' নয় হল ।