গলি পেরিয়ে একা-একেলা ঘোরানো পথের বাঁক
বাঁক পেরিয়ে, হাঁটতে শুনি ঝিঁঝি পোকার ডাক।
গাছ গুলো ছায়ার মতো কালো, দাঁড়িয়ে সুদূরে।
আকাশের চাঁদও অস্তগত। দূরের তারারা যায় দূরে।
অনেক হয়েছে জাগাজাগি। অনেকও হয়েছে বেলা।
ঘুমগুলো– বিছানা চাদরে, দেখি জমতে জমতে মেলা।


সন্ধ্যে ছাড়িয়ে গেছে। ধরা হাতও ছেড়েছে হাত।
ক্লান্ত শরীর এবার নেতিয়ে নেবো! ঘনালো ঘন রাত।
দৌঁড়ঝাপের এ জীবন। এ জীবন খোঁজে ছুটি খোঁজে।
ছুটি পেলে বাঁচতে পারি টুকু। আর, বাঁচাই অন্য কে যে।