বাক্য আমার শক্ত নয়, বুঝলো সবাই,
বুঝেই তারা, বলল শেষে- ‘সাগর অথই’।
সাগর অথই! মনটা ঠিক বুঝতে পেরে-
খর্বেতে নয়-, গর্বেতে'তেই হলো জবাই।
বাক্য আমার- শক্ত না হয়, বুঝলো সবাই।


যে বাক্য- লিখি আমি, সাগর হ'লে-
তাতে নাকি মুক্তা নেই, ঝিনুক খোলে ।
ঝিনুক খোলে! বেকার বলে আমায় নাকি-
গোবির বুকে- স্থানটি দেবে, বলছে তাই-।
বাক্য আমার শক্ত নয়, বুঝলো সবাই ।


কিন্তু আমার বাক্য, এত- সহজ হবে!
ভাবতে আমি পারিনি কভু, নিজের ভবে,
‘গর্ব তবে কেন হবে’ ?  সহজ কথা- !
গর্ব করে নিজের মতো- লিখছি তাই !
বাক্য আমার- শক্ত না হয়, বুঝলো সবাই ।


চাইছি তাই-, হোক্ না আমার বাক্য সরল !
ভুল বুঝলে বুঝুক ওরা-! তবুও গরল-
‘ঋজুর নামে-’, জড়িয়ে ফেলা আমার কাছে
কঠিন, এবং দুর্লভ আজ, জানিয়ে যাই !
বাক্য আমার- শক্ত না হয়, বুঝলো সবাই !