ক্ষণিকের দেখা, তারপর গন্তব্যে
ধাওয়া দিলো তার মনটা...
আমি চেয়ে ছিলাম অনেকটা দূর,
জানা নেই তবে কারণটা।


রক্তেরও নয়, সে প্রেমিকাও নয়
নয় ছিলো কোনো দিলদার
তবুও দেখে তারে ক্ষণিকের তরে  
বাহুদ্বয় খোলে দিল তার।


হয়তো বা সে চিনেছে! নয়তো নয়,
মনে রাখা, কারো দায় না!
"তবু চেয়ে ছিলো ক্ষণিকের তরে",
তাই, কিছু আসে যায় না।
  
কথা দেওয়া কথারা না হয় বিলীন
নয় সব হোক সব ঝুটা,
চেনা মুখ আমার মনেতে তো আছে!
যত বহুদূরে থাক মানুষ'টা...