মুখের ভাষা, বুকের ভাষা–
মিটায় মনের সব পিয়াসা,
মিটায় মনের সকল আশা;
সে আমাদের বাংলা ভাষা।


দুখের ভাষা, সুখের ভাষা
লক্ষ্য প্রাণের একটি বাসা,
লক্ষ্য প্রাণের– মর্মে ঠাসা;
সে আমাদের বাংলা ভাষা।


মুচি, মেথর, চাষা-ভুষা
রক্তে যাদের যাওয়া-আসা,
রক্তে যাদের– 'রফিক পসা',
সে আমাদের 'বাংলা ভাষা'।


সে আমাদের– বাংলা ভাষা...