গুজরাটে বেশ দম্ভ খরার, বৃষ্টি হেথা মনকে নিয়ে,    
বাড়িটা তবে ঝড়ের দিকে। বৃষ্টি যেথা– ঝমঝমিয়ে।


বৃষ্টি, তবু ঠিকই ছিলো। ঝড়কে আনার দরকার কি!
করোনা আছে। তার ওপরে– আমফানে যাক, যা বাকি?


এদিকে কিছু আসতে পারতো! ঝড় কি নয় লাগাম ছাড়া?
বাড়িটা আমার ঝড়ের দিকে। ঝড়টা যে বড় হতচ্ছাড়া।


হেথায় বসে খবরে দেখি– লণ্ডভণ্ড চতুর্দিক  
মনের জোরে বাঁচছি, আমি চাই না এখন মৃত্যু ঠিক।


বাড়িটা আমার মাটির গড়া, খড়ের চালের একলা আকাশ,
আমফান তুই দুখ দিলেও– একমুঠো সুখ রেখে যাস...