চেয়ে চেয়ে পথ ঘুম আসে হায়
বেলা যেতে যেতে– গেলো সন্ধ্যা,
তবু বসে আছি। নদী কিনারায়–
ভেঙে ভোর ফোটে রজনীগন্ধা।


তুমি আসোনি, এ কথাও মিছে;
যখন'ই বুনেছে– মাকড়সা জাল
তখনই তুমি সময়ের পিছে পিছে
এসে, আর ফেরোনি অনন্তকাল...


নিজের খেয়ালে, সে খুঁজে যদি পায়
কোনো বেনামী অলকানন্দা...
তাই বসে আছি। নদী কিনারায়–
ভেঙে ভোর ফোটে রজনীগন্ধা।