ভেতরে জ্বরের শহর
বৈদ্যি– ধন্বন্তরি,
অরুচি সকল কিছুই;
না মরে ভীষণ মরি।


নিজেকে নিজের ওষুধে
     নিজেকে'ই ব্যবহার করি।


একথা সুখের বড়
ছাড়িনি হাল এখনো
চারিধার থাকুক ঘিরে
যতই না রেডজোনও  


তোমাকে বলছি তবু
     'ক্ষমাহীন তুমিও জেনো'।


চোখেতে আঙুল দিয়ে
মিশাতে ধুলার ভবে
বাঁচতে হবে ভীষণ!
মরা কি সহজ হবে?


না দিয়ে ফেরত সকল
        মরেছে কে বা কবে?


এখনো আসেনি সময়
এখনো অনেক বাকি,
যে কথা বলতে চাইছি
সে কথা শুনবে নাকি–!


পোড়াতে তোমায় আমি
            ভেতরে আগুন রাখি...