ঝরে ঘাম। যদিও বা– হয় শত ব্যথা
তবুও আনন্দে সোজা থাকে মাথা।
হাড়ের ভেতরে কে যেন রেখেছে ঝড়
ঝিমোলে, সপাটেও পড়ে যায় চড়!
এভাবেই রোজ– জোটে বিজয়ের মালা।
সব আছে। শুধু রয় চোখেমুখে তালা।


ছুটিহীন জীবন।  ছোটাছুটি রোজ।
শরীরের থেকে তাই– ওঠে বড় বোঝ।