খেটেখেটে মাঠে ঝরায় ঘাম
কৃষক। কুলি কিংবা মুচিও–
সঠিক তারা আর পায় না দাম।
বিনিময়ে– হারায় সকল পুঁজিও।


তবু তোমাদের বাবুয়ানিতে
অহংকার যেথা সবার শীর্ষে,
এ কথা ভেবে মন হয়রানিতে
প্রশ্ন ওঠায়–কেমন বা বীর সে?


যাদের রাখছো পায়ের কাছে,
তোমরা ভেবে দেখতে পারো–
প্রতিটি পলে কাছেতে তারা আছে;
তাই, সকল কাজটি সারো...


তবুও, দিচ্ছো না কোনো সম্মান,
তবে আমরা দেবো ঠিক!
শত বড় কাজে হলেও মহান
জেনো, তোমরা হলে– শ্রমিক।