তোমার কথা কেবল মনে এলে
নিভিয়ে ফেলি– সন্ধ্যা প্রদীপ জ্বেলে,
সারা ঘরময় অন্ধকারে থাকি।


ঝিঁঝিঁপোকার ডাক শোনা যায় ভালো
দূরে দেখতেই– সবই লাগে কালো,
বুকের ভেতর মেঘ জমছে বা কি!


বৃষ্টি হলে তাও বাঁচা যায়...
একলা থেকে আরো একলা প্রায়,
গভীর হতে গভীরে আরো যাচ্ছি।


ঘুম আসে না, ঘুম আসে না আমার
ভাবনা গুলো নাম নেয় না থামার,
কে বা জানে– আমি বা কি চাচ্ছি!