বৃষ্টি ঝরে বুকের মাঝে, বৃষ্টি ঝরে বাইরে
জানালা ধারে দাঁড়িয়ে দেখি বাইরেতে রোদ নাইরে।
ঘন কালো বন, আঁধারে ঘেরা,
বাসায় ফিরেছে সব পাখিরা,
তুমি ফেরো নাই..., এ কথা মনে আঁধার ঘনায় তাইরে।
বৃষ্টি ঝরে বুকের মাঝে, বৃষ্টি ঝরে বাইরে...।


বেলা বয়ে যায় চেয়ে চেয়ে পথ, দুপুর নেমে ঘোর,
মন বেদুইন মানে না কো মানা, ভাবে সে হলো ভোর।
এক হতে আজ হই একাকার
কোনো কাজে মন বসে নাকো আর
দরজা বন্ধ, ঘরেতে ঠায়, তবু কোথা চলে যাইরে!    
বৃষ্টি ঝরে বুকের মাঝে, বৃষ্টি ঝরে বাইরে।


ঝাপসা হয়ে আসে দু'চোখ, আঁচল ভেজে জলে
তুমি বলেছিলে আসবে ফিরে, সন্ধ্যে নেমে এলে;
ঘনায় সন্ধ্যা; তুলসি তলায়–
জ্বলছিলো যে সলতেও প্রায়
নিভিয়ে আসে; তুমি উদাসীন, সন্দেহ সে পাইরে ।
বৃষ্টি ঝরে বুকের মাঝে; বৃষ্টি ঝরে বাইরে।