তোর জন্যে মেঘলা মনে
বৃষ্টি নামে মুষলধারে।


তাই এসেছি খবর নিতে
ছ'টা বেজে ছত্রিশেতে–
দাঁড়িয়ে আছি ইস্টিশনে;
একলা আমি দেওয়াল ধারে...।
তোর জন্যে মেঘলা ক্ষণে–
পারদ ওঠে, ভীষণ জ্বরে...।
তোর জন্যে মেঘলা মনে
বৃষ্টি নামে মুষলধারে।


একে একে ট্রেন চলে যায়...
একলা আমি, দাঁড়িয়ে থাকা  
সময় দেখি– ঘড়ির কাঁটায়
আস্ত বিকেল একটি ফাঁকা।
ফিরছি তাই শূন্য হাতে–;
মেঘ গড়ানোর ধমকানিতে
জীবন শুধু বোঝার কাঁথায়
আষ্টেপৃষ্টে মুড়িয়ে রাখা।


শরীর কেবল– সমর্পণে
আজও তোর দুহাত ধরে।
তোর জন্যই হৃদয় বনে
বৃষ্টি নামে মুষলধারে...।