নদীকে ভালোবেসে, পাথর ও বালি এসে
বাধা দেয় নিশ্বাসে; তবু সে চলে হেসে,
থামে না কখনো সে পেরোতে শহর।
যেতে যেতে দিয়ে যায় সে স্নিগ্ধ সমর।


দিনেতে হেসে খেলে সূর্য চলে গেলে,  
গোধূলি শেষ হলে, রাত্রি নেমে এলে–
জোছনা বিছায়ে দেয়  স্নিগ্ধ চাদর;
দ্যাখে না আঁধারেতে কে তার আপন বা পর।


তাহলে, আমরা কি পারিনা ভাই! মানুষ হয়ে–
বুকে টেনে শত্রুকে, দিয়ে যেতে অসীম আদর ?