নরম রুটি শক্ত হয়েছে গামছা গিঁটে
জলের বোতল শূন্য, নেই জলের ছিটে
যাচ্ছে তবু এগিয়ে, কিছু বীর সাহসী,
নদী সেথা তুচ্ছ, অবাক দেশের বাসী।
লক্ষ্য একটা– আগুন নদী, নয়তো সাগর
লক্ষ্য একটা, পৌঁছানো চাই আপন ঘর।


কেউ করেছে ধার, কেউ গহনা বিক্রি  
জুতোর বদলে কেউ করেছে মুচির ডিগ্রি।
পুড়েছে মা'গো– নরম চামড়া শরীর জুড়ে,
কোলের শিশুটিও প্রাপ্তবয়স্ক, পথ মাঝারে।
ঘর পৌঁছোবে, সে'ও যে আজ কাটছে তাপ...
মা নিরুপায়, দুধ নেই বুকে , দুধের অভাব।


অন্ধ চোখে– রাজা দেখে, রাজ্য দেখে,
শিরদাঁড়া যত দেশ মাঝারের যায়নি বেঁকে।
কেউ দমেনি, কেউ হারেনি– লাঠির ঘায়ে,
'এগিয়ে চলেছে– বুলেট ট্রেন, ফোস্কা পায়ে'।  
দেশ মাপে যারা কদমে তারই রাজ্যজয়,
ইতিহাস, তুমি মানতে বাধ্য! আজ পরাজয়...