(১)
সখা,কতটা থাকলে গোপনব্যথা
হৃদয় গলে মোমের মতো?
সখা,কতটা মাখলে রাতের কালো
জমবে না আর চাঁদে ক্ষত?
কতটা-? বলো কত'টা?
বলি, এতটা নাকি ওত'টা !
বলি, কতটা নামালে মস্তকখানা
ষোলো আনায় হবো গো নত?


(২)
যাওয়া আসার পথমাঝে– বসে থাকা সার।।
সবারে আমি দেখি; কেউ আমারে দেখে না আর।


(৩)
কতকথায় কাটতো যাদের সময়
সময় "তাদের" অভাব বলতে গেলে,
সময় এখন বলে–তাদেরই কথা;
মধ্যরাতে, আলোরা নিভে গেলে...


(৪)
কষ্ট হলে– কোথাও না কোথাও তার ছাপ থাকে।


তাই, প্রতিশোধ নিতে চাওয়া ব্যক্তিটিও বুঝিয়ে দিক্–
শালা বাপেরও বাপ থাকে!