চায় না সে- আর হোক কথা,
"নীরবতা তাই নীরবতা"...।
কেমনে তবে ফিরে পাবে, এই
জীবন বলো- সজীবতা ?
পাতা ঝরা এই জীব'টা তাই-,
রয়ে গেল শেষে- খুব বৃথাই ।
জমে না তাই-, কোনো পাকা ফল;
মরসুম বড়- নীরবতা।


'ভালো লাগা' তাই- নিরুদ্দেশে,
সাজে রূপ, শেষে সন্ন্যাসী সে-।
একা একা-;  এই মরুর দেশে-
'ভালোবেসে-; বড় অধীনতা'।
চায় না সে- আর হোক কথা,
নীরবতা তাই নীরবতা...।


জীবনটা তাই অপেক্ষাতে-
মরণের কাছে দু'হাত পাতে।
'বেশ হতো-, কোনো মাঝ রাতে-
পেয়ে যেতো-; চির 'স্বাধীনতা'-!


(নীরবতা, বড়.... নীরবতা....।)