অনেক কিছুই বাকি, দেখার ও জানার।
চলো আকাশ ছুঁই
জবা। ওরে জুঁই–
ভেতরে জন্ম দাও– ছুটন্ত সেই রানার।


শুধুই হেঁসেল নয়! বিশ্ব বিশাল তোমার।
ভাবলে চলে অতো!
আজ'ও হচ্ছে গত
তোমরাও লিখবে তবে! তোমাদের হয় হার?


আর হলেই কি হয় শেষ সংসারে সব দম?
বিশ্বজয়ী নারী
দুধারি তলবারি
জলন্ত এক তারা–, "বক্সার মেরি কম"।


পারবে তুমিও পারবে, হাটিয়ে মনের ধাঁধা
আকাশ ফেড়ে যেতে,
মনকে রেখো মেতে
চলতে গেলে সে তো– আসতে পারে বাধা!


আর ওখানেই থামলে, জানবে মৃত তুমি।
সকল পেতে তাই–
এগিয়ে চলো রাই;
বুকের মধ্যে রেখে– এক দূরন্ত মৌসুমি।