চলে যাচ্ছো– দূর হতে দূরে...
নজরে রাখোনি খবর,
যেতে যেতে পায়েতে সজোরে
আমাকে দিয়েছো কবর।
কবর, আসলে ভুল বলছি
এটাও দোঁহের ভাব,
তোমাকে আজও– কতটা চাইছি
শহর রেখেছে হিসাব।
শহর বলতে– 'বুকের ভেতরে'
যেখানে তোমার ঘর...
চলে যাচ্ছো, বছরে বছরে
তুমি তা রাখোনি খবর।