থেমে থাকলে চলবে না।
তাই, বলে যেতে হয়–
                 ফিরে যেতে হবে।


বসে বসে তো স্বপ্ন খেলাম অনেক
বিন্দুটাকে সূর্য করবো না!          
কারণ, 'ঘরে জীর্ণ দুটো পেট'।
আধপেটা থেকে ভরিয়েছে পেট,
তাদের আধপেটা রাখলে আর চলবে না!
তাই, চলে যেতে হবে।
                      ফিরে যেতে হবে।

'বাইরে পা বাড়ালেই মৃত্যু'!
তবু, এ কথাকে করে তুচ্ছ
শুধু বলে যেতে হয়
                   ফিরে যেতে হবে।


          আমাদেরকে ফিরে যেতে হবে।


# # # # # # #
আসর কবি, আমার প্রিয় সৈকত পাল(নীরব দুপুর) দাদা'কে এই কবিতাটি নিবেদন করলাম।