মেঘে মেঘে ঘনঘটা
আঁধারের গায়ে।


বেঁচে থাকা জীবনটা–
হাঁটে ধীর পায়ে।


'মহামারী' যায় আসে,
বাড়ে অনাহার।


জীবনটা– অক্লেশে  
বৃথা ব্যবহার।


যেন এক অভিশাপ
প্রতি ঘরে ঘরে।


'বিনাদোষে মা-বাপ
অনায়াসে মরে'।


আগুনের ছাই জ্বলে...
বুক দুরুদুরু।


সব কিছু শেষ হলে–
শুরু হবে শুরু।


এ কথাই বারবার
হারবার যাচা–।


স্বপ্নেতে তাই– তার
আমারও বাঁচা।