হাতের মুঠোয় নিশ্বাস। খুললেই কেল্লাফতে।
মৃত্যু'রা পাশাপাশি। থাকছি, তা কোনোমতে।
আমার বাঁচারা হচ্ছে 'মৃত্যু'। তোমার বাঁচারা ফুল।
তোমরা তা বলবে জানি–। নিয়মে করছি ভুল।


হাতের মুঠোতে– বিশ্বাস। খুলতেই সওগাত।
ঠুনকো হয় না, আসলে হৃদয়ের সব আঘাত।
পুড়ে যাচ্ছে, শরীর...। পারদে চড়ছে জ্বর।
দাবানলে ছাই হচ্ছে– আস্ত একটা শহর।