ভাঙছে শরীর। হাঁটুদ্বয় আজ  
মৃত্যু মাখা ভূখণ্ডে,
দুর্দিনের– এই দীন হীনতায়
চলছে জীবন সেকেন্ডে।


চোখের পাতায় জাগছে পেঁচা
রাত্রি নিঝুম দুপুরে,
গলিতে গলিতে– হাওয়ার দল  
সুর তুলে যায় নূপুরে।


গৃহবন্দী, কাজ নেই কোন
মৃত্যু, নাকি জ্যান্ত চিতা?
বাঁচতে হবে, বাঁচতে হবে...
বাঁচার আশায়– মরবো কি তা!  


নামছি পথে কোনোরকম,
কানুন-টানুন, মেহফিলে
দায়িত্ব বড়, এই কথাটাই–
বলতে যে চাই কারগিলে।