তোমাকে সবটা বিলাতে বিলাতে এখন আমি– শূন্য,
তা দেখে রাস্তার তুচ্ছ ধুলো-ঘাসেরা অট্টহাসি হাসে।
রাগি না; ছুঁড়ে ফেলি অভিমান, জমাট হাজার ক্ষুন্ন,
শুধু ভালোবাসতে, এক ছুট্টে দাঁড়াই নিজের পাশে।


তোমাকে সবটা দিতে দিতে শরীর হয়েছে কংকাল,
বসন্ত আসার আগেই ফিরে গেছে; ডাকেনি কোকিল।
এবার দিতে হবে মাটি, জল; ফুলেতে নামাতে হবে ডাল
শুধু অমিল গুলো ছুঁড়ে ফেলে– নিজেতে খুঁজে নিতে মিল।


কান্নার জলেও ভেসে যেতে দেখেছি আমার একূল-ওকূল,
তোমাকে সবটা দিতে দিতে খাঁটিদেরও করেছি মাটি,
এবার নিজের হাতে নিজের হাত রেখে সমগ্র ভাঙাই ভুল,
সময় এখন– নিজেরই পাশে দাঁড়াই, নিজেরই পাশে হাঁটি...