সামলে থাকি এখন। হোঁচট খাওয়ার পর–
খালিখালি মনের ভেতরে বাঁধি না আর জ্বর।
অযথা সবার কাছে হই না মূল্যহীন।
আসল দিয়ে, আমিও– আসলে নিচ্ছি ঋণ।  
সব'টা দি না আর। 'শূন্যতা'– বড় জটিল।
সাতের সঙ্গে তাই– সাতেরই রাখি মিল।


অতি নিলেও ক্ষতি। সমানুপাতিটাই শ্রেয়।
এখন, সেটুকুই শ্বাস নি। যেটুকুতে বাঁচে দেহ।