চন্দ্র পাড়ার যাত্রী যিনি
সূর্য খোঁজেন রাত্রে তিনি।
সে'ই ঠিকই তারা চেনেন।


ওর কাছেতে আমরা ঋণী।
সন্ধ্যা-দুপুর ঘুমটা কিনি–
আমরা কেবল ঘুমটা টেনে।


অন্ধ ভাবেন, পাড়ায় পাড়ায়
তার বা তাতে কি এসে যায়!
ধ্রুব তারাকে ডায়ে রাখেন।


বিশ্বাসে তার মিথ্যে নাই;
চন্দ্র পাড়ার যাত্রী তাই–
খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন।


অবশেষে রাতের ভেতর
সূর্য– ওঠায় নূতন ভোর,
নিভিয়ে আলো হ্যারিকেনের।
  
শুধু আমরা জাগতে পারিনি।
শুয়ে-বসে, ঘুমটাই কিনি–
আমরা, কেবল ঘুমটা টেনে।