খুনসুটিদের রাজ্যপাট
অবাধ্য সব কথার হাট
বসিয়ে বুকে– বেচাকেনা।
দো'পলের এই জীবনটায়
দাঁড়িয়ে দেখি জানলাটায়
কে অচেনা, কে বা চেনা!


তুমি বললে– 'যাচ্ছেতাই'!
সময় বৃথা যাচ্ছে তাই!
নেই যে বাসা, নেই কড়ি।
নুন না জুটুক পান্তাভাতে
ভালোবাসার কাঠগোড়াতে
বাঁচিয়ে রাখার মন্ত্র গড়ি...।


থামাও এবার–! বললে আমায়,
উল্টে আমি বলবো তোমায়
বন্ধ না হোক– পাগলামি।
যবে তোমায় ভুলিয়ে দেবো
সাগর তলে তলিয়ে দেবো,
জানবে তুমি– নেই আমি...।