আমাদের বাঁধনে বাঁধা ছিলো বেশ, আমাদের পরিপাটি।
প্রেম সেথা ছিলো সাগর অতল; আজ তা পায়ের মাটি।
তুমি বলেছিলে– 'আমরা বিরল প্রেমিক-প্রেমিকা দলে';
বেশ ভালোকথা।আমি বলেছিলেম– 'হাওয়ারা এমনই চলে'।
তাই ছুটে গেলে হাওয়াদের সাথে, দিতে দিতে হাততালি।
ঠেলে গেলে যত এক নিমেষে– পেছনেতে ধুলোবালি।


ধুলোরা এসে তা পড়েছে চোখে ,সামনে অন্ধকার
'মৃত্যু বা কি আসলে তখনই– বোঝালে প্রথমবার'।          


ভুলভাল যত সমাধান এনে শূণ্যতা নিবারণে–
বসা হয় নাই তোমাতে আমাতে, বহুযুগ কোনোখানে।
হাত ধরে হাঁটা, পথ পারাপার, দু'জনেই ভুলে গেছি,
কেমন কে আছে তাও সে বড়– সময়ে কানামাছি।
বৃষ্টির রাতে শেষ ট্রেন ধরি, পাঁজরে ভাঙচুর    
সেই ট্রেন কবে সীমানা ছাড়িয়ে আজকে অনেক দূর।


দূরত্ব হতেই কথার অভিধানে পড়লো কঠিন তালা,
'আপনেরা বড় কর্পূর হয়', ভাই– আপনেরা দেয় জ্বালা।