১)কুহু কুহু


কৃৃৃষ্ণচূূড়ার ফুলের রঙ আরো গাঢ় হোক,
কিংবা, পলাশ ফুল এবার পলাশীর বেশে ফুটুক, তা আমি আর চাই না।
ছোট্ট আবদার আমার, 'ঋতুরাজ'- এবার সব ঋতুকালের জন্যে-
অগণিত কিছু সুমধুর 'কুহু-কুহু' ডাক নিয়ে আসুক!
আমার অন্যকাল গুলো, বড্ড চাঁপার মতো লাগে.....


২) তোমাকে আনতে হবে
  
তোমাকে আনতে হবে-, 'বসন্ত',
ক্ষুধাদের কিছু অন্ন, আর বাঁচার মতো বাঁচা।
নইলে তুমি এসো না। অত্যন্ত-
এবার, ওদের একটা বানিয়ে দিও- লাল পলাশের খাঁচা।