এখানে অস্ত হলে– কোথাও সূর্যোদয়।  
                  এ খেলা পৃথিবীর।
এ খেলা তোমার; আর আমারও বোধহয়।

তুমি জানো না, গোধূলি নেমে এলে– বড় ভয় হয়  
খন্ড খন্ড মেঘগুলো লাগে টুকরো শরীর,
তাতে লেগে থাকা লালআভা গুলো কেবল রক্ত মনে হয়...।

খানিক বাদে সন্ধ্যা নেমে আসে।হারিয়ে যায়, টুকরো টুকরো শরীর।
যা টুকু আমার, যা টুকু আমার বলে তখন করেছিলাম সঞ্চয়  
তা সবই, ঘোর ঘন অন্ধকারে চিরস্থায়ী ভাবে এক্কেবারে বিলীন হয়।
কোথাও জন্ম নিতে। হয়ত, কোথাও কোনো কক্ষপথের সন্ধানে,
আঁধারকে হারিয়ে, হয়ত কোনো নূতন ভোরের বন্ধনে
নিজেকে আবার জাপটে রাখার দায়িত্বে ছুটবে, ছুটবে অর্জিত পরিচয়।


এখানে অস্ত হলে– কোথাও সূর্যোদয়।
এ খেলা জগতের। এ খেলা– তোমার;
                   আর আমার'ও বোধহয়...।