জলেতে না নামলে যায় না বোঝা ঠিক জলের গভীরতা,
আগুনে না ঝাপ দিলে তেমন যায় না বোঝা আগুনের তীব্রতা।
শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো-মন্দের বিচার করা মানে–
জীবন যুদ্ধে অনায়াসে তুমি হেরে গেছো জীবনের জয়গানে।


হোঁচটের ভয় বলি সে আমারও হয়! তবুও– আমি এগোই।
'স্থিতিশীল' আসলে কোনোকিছুরই আনতে পারে না জয়ী।