জঙ্গল কেটে করলে আবাদ,
সেই আবাদে ফলালে সোনা,
কিন্তু তুমি পড়ছো যে বাদ,
তবু- হাজারও আনমনা ।


সুখের বাসা বুনলে তুমি ,
সেই বাসাতে থাকলো কে ?
এই বাবুরা করছো কি হে-,
জীবন বৃথায় যাচ্ছে যে !


জানি, তোমাতে নেই কমি,
তবু যেন মন- মানছে না,
তাই, তোমাদের বলছি আমি
আনমনা আর রইয়ো না ।


রঙ বদলের দিন যে এখন
কখন নেবে গিরগিটি রূপ ?
পূজোয় এমন মত্ত । তখন
দেখবে নিরাশ জ্বলছে ধুপ ।


চুপ থাকছো এমনি করে ?
ওই বাবুরা- দেখবে ঠিক
কেমনে নিজের ঝুলি ভরে
নিচ্ছে লুটে দিক্-বিদিক ।


তখন তোমার রঙ বদলে
কারোর কিছুই হবে না গো,
নিজেই এখন না জাগলে
ধূলির সাথেই মিশবে গো ।