কাজ শেষে ফিরে আসি রোজ। ফের যাই।ফের আসি।
এখানে চাকার জীবন সময়ের তালে তালে ঘোরে।
বুকে ব্যথা, পায়ে ব্যথা, চোখে তবু লেগে থাকে হাসি,
এখানে থাকার জীবন– সময়ের তালে তালে সরে।


সময়ের গতিপথে হাঁটা। তবু এখানে সময়ের বড় অভাব।
একটু এদিক-ওদিক মানেই গলা ধাক্কা, নয়তো ঠেলা।
ঘড়ির বড় কাঁটার সঙ্গে এখানে সর্বদা বসাতে হয় ভাব
এখানে যা জোটে তাই দিয়েই ভরে পেট। কাটে বেলা।


এখানে টাকার জীবন...। বাঁচার জীবনটাকে ধীরে ধীরে মারি।
গাঁ'হীন এককোণের একঠাসা বাক্সে শুধু বাল্ফ-শরীর জ্বলে।
জীবন্ত– তা 'রক্ত'; যা চাকার চক্রে বহুদূর এসেছি ছাড়ি।
পুড়ছি রোজ'ই। তাই আমাদের মৃত্যুর পরে না পোড়ালেও চলে।